রচনা: রবি রায় চেনা পথে খুঁজতে হয়না পথ, চেনা মুখের দেখা পেলে স্বস্তি মেলে, চেনা কণ্ঠের মিললে সাড়া, চেনা সুর বাজলে কানে, চেনা ছন্দে চললে জীবন মনে সুখের ছোঁওয়া লাগে। তবু এই চেনা বৃত্তে একদিন বেঁচে থাকা মনে হয় অর্থহীন। চেনা বিছানাটা যেন কাঁটা হয়ে বেঁধে, মন করে আনাগোনা কখনও মরুঝড়ে সাহারায়, কখনোবা তুষারপাতে বিদ্ধস্তContinue reading “চেনা অচেনার ঘোরে”